প্রণাম লহ গাে খ্রীষ্ট । Pronam Loho Go Krishto
প্রণাম লহ গাে খ্রীষ্ট
উজাড় করিয়া দিলে ধরাতলে
আপনারে প্রেমনিষ্ঠ ।
তব পরশনে মৃতজনে পেল প্রাণ
অন্ধ আতুর মেলে দিল দুনয়ন
মহা করুণায় মুক্তি লভিল
পাপ ভারে যারা ক্লিষ্ট ।
ছাড়িলে সুখের স্বর্গ ,
ভালবেসে নরে তুলে নিলে শিরে
কন্টকময় অর্ঘ্য ।
ক্ষমা কর পিতঃ — করেছিলে অনুরােধ
শত্রুগণের নেওনিক প্রতিশােধ
সপিলে জীবন ক্রুশের উপরে
ছিল যাহা পরিশিষ্ট ।
Comments
Post a Comment