প্রণাম লহ গাে খ্রীষ্ট । Pronam Loho Go Krishto

প্রণাম লহ গাে খ্রীষ্ট 
উজাড় করিয়া দিলে ধরাতলে 
আপনারে প্রেমনিষ্ঠ । 

তব পরশনে মৃতজনে পেল প্রাণ 
অন্ধ আতুর মেলে দিল দুনয়ন 
মহা করুণায় মুক্তি লভিল 
পাপ ভারে যারা ক্লিষ্ট । 
ছাড়িলে সুখের স্বর্গ ,
ভালবেসে নরে তুলে নিলে শিরে 
কন্টকময় অর্ঘ্য । 

ক্ষমা কর পিতঃ — করেছিলে অনুরােধ 
শত্রুগণের নেওনিক প্রতিশােধ 
সপিলে জীবন ক্রুশের উপরে 
ছিল যাহা পরিশিষ্ট । 



Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

"SWIKAR KORI" || স্বীকার করি

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

এই পৃথিবীর লােক চিন্তা কররে । Ei Prithibir Lok Chinta Koro Re Jishu Jokhon Asbe Tomra Ki Korbe Re

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen