Posts

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

Image
অন্ধকারে আলো  তিনি  কষ্ট তে সান্তনা তিনি  অভাবে যোগান দাতা  একমাত্র আশা ওই দেখো ঈশ্বরের মেশ  জগতের পাপভার  নিজ কাঁধে তুলে নিলেন সে আমার যীশু  সে তোমার যীশু  মোদের মুক্তি  দাতা  মোদের পরিত্রাতা রাজা দের রাজা তিনি  প্রভুদের প্রভু ও তিনি  যাবো পাত্রে জন্ম নিলেন  নত হয়ে

"SWIKAR KORI" || স্বীকার করি

Image
শুন্য কোরেছো নিজকে দাসের রুপে এসছো মনুষ্য হয়ে জন্মিলেন নিজকে নতো কোরেছো যেন যীশুর নাম স্বর্গ মর্ত সমূদয় জানু পতিতো হয় স্বীকার করি বিশ্বাস করি যীশু খ্রীষ্টয়ই প্রভু ক্রুশিও মৃত্যুকে সোহিলে পিতর আজ্ঞাকে বোহিলে মৃত্যু কে আনন্দ করিলে নিজো আত্মা সেচন করিলে

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

Image
  যে নাম সব নামের উর্ধ্বে যে নাম সব শক্তির উর্ধ্বে যে নামে আছে আরোগ্যতা যে নামে আছে স্বাধীনতা Pre-Chorus: যে নাম অদ্বিতীয় যে নাম অতুলনীয় Chorus: যীশু খ্রীষ্ট সেই নাম যীশু খ্রীষ্ট সেই নাম - 2 Verse-2: যে নাম দেয় মোদের শান্তি যে নাম দেয় মোদের মুক্তি যে নাম প্রেমে পরিপূর্ণ যে নামে বিশ্রাম - সম্পূর্ণ Bridge: আশ্চর্য্য মন্ত্রী - বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা - শান্তিরাজ

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

Image
  তোমাকে জানি মোরা বিশ্ব পিতা তুমি ঈশ্বর প্রভু তুমি বিধাতা প্রার্থনা করি তাই তোমার কাছে তুমি যে প্রভু পরিত্রাতা । তোমাকে......................। ১ করুণার ধারা তুমি মঙ্গলময় আলোর দিশারী তুমি জ্যোতির্ময় মমতার পরশে যে দূর হয়ে যায় সকল দুঃখ আর সকল ব্যাথা । তোমাকে......................। 2 প্রানের মাঝে তুমি নিশ্বাস তাই অন্তরে চিরতরে বিশ্বাস তাই তুমি যে রাজার রাজা পৃথিবীতে মানব জীবনে তুমি মুক্তিদাতা । তোমাকে......................।

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

Image
  প্রভু যীশু আমার প্রিয় গীত প্রভু যীশু আমার সংগীত গাইবো যীশু গান অবিরাম সব থেকে প্রিয় নাম মধু যীশু নাম এ জীবনের সব কিছু খুজেঁ দেখলাম পাপেতে ভরা সব একি পেলাম মান অভিমান ক্রোধ দেখলাম যীশু বিনা এ জীবন ব্যর্থ পেলাম যীশুকে পেয়ে আমি সব কিছু পেলাম গাইব যীশু নাম মধু যীশু নাম প্রভু যীশু আমার সাহারা চলবো না কখনো তাকেঁ ছাড়া যত তুমি তার অনুগামী হবে ততো তুমি তার ন্যায় হয়ে যাবে আমার আশা প্রভু যীশুতে পারিনা ওই প্রেম আমি ভুলিতে খ্রীষ্টের সেনা দল এগিয়ে চলো যীশু নাম হাতিয়ার নিয়ে চলো ঘুচে যাবে সবার রাতি কালো স্বগের সিঁড়ি বেশ এস গেল সংসারের হারে হার না মানো সব থেকে বড় জিত ভুলোনা কখনো

আমার পাশে তুমি থেকো | Amar Pashe Tumi Theko

Image
  আমার পাশে তুমি থেকো – Amar Pashe Tumi Thekho প্রিয় যীশু – Priyo Jishu আমি তোমায় ছাড়া – Ami Tomai Chara বাচঁতে পারবো না – Bacte Parbo Na হালেলুয়া – Hallelujah জীবন দিয়ে তুমি আমায় – Jibon Dihe Tumi Amai রক্ষা করেছো – Rokha Korecho রক্তের মূল্য দিয়ে আমায় – Rokter Mulho Dihe Amai কিনে নিয়েছো – Kine Nihecho পাপের বোঝা তুমি নিজের – Paaper Bojha Tumi Nijer কাধেঁ নিয়েছো – Kadhe Niyecho ক্রশের উপর তুমি পাপের – Crusher Upor Tumi Paaper মূল্য দিয়েছো – Mulho Diyecho

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

Image
  প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো হাল্লেলুইয়া...হাল্লেলুইয়া...হাল্লেলুইয়া...আমেন প্রভু তুমিই জীবন আমায় করো নুতন তোমার আত্মায় পূর্ণ করো প্রভু তুমিই আশা আমার ভালবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো

Rise Up India | ভারতের জন্য প্রার্থনা

Image
  প্রার্থনা ভারতের জন্য, প্রার্থনা ভারতের জন্য অনেক মানুষ যীশুকে জানে না তাদের প্রার্থনার প্রয়োজন প্রার্থনা ভারতের জন্য, প্রার্থনা ভারতের জন্য জেগে ওঠো ভারত, জেগে ওঠো ভারত অনেক মানুষ সমস্যায় তাদের সাহায্যের প্রয়োজন জেগে ওঠো ভারত, জেগে ওঠো ভারত। প্রার্থনা ভারতের জন্য, প্রার্থনা ভারতের জন্য মানুষের খিদে সুসমাচারের জন্য তাদের প্রচারের প্রয়োজন জেগে ওঠো ভারত, জেগে ওঠো ভারত প্রার্থনা ভারতের জন্য, প্রার্থনা ভারতের জন্য হাল্লেলুইয়া হাল্লেলুইয়া

তোমার বাক্য আমার চরণের প্রদীপ | Tomar Bakko Amar

Image
  তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্ম্মময় শাসনকলাপ পালন করিব। আমি অতিশয় দুঃখার্ত্ত; হে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর।

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

Image
  তোমার ছোঁয়াতে প্রভু মৃত জীবন পায় তোমার ছোয়াতে প্রভু খঞ্জ হাঁটতে পায় তোমার কথাতে প্রভু এই জীর্ণ শিকল ভাঙে যে তোমার কথাতে প্রভু ভাঙ্গা মনও জুড়ে যায় যে তুমি সত্য ও জীবন স্বর্গের পথ প্রভু তুমি আমার সম্মান তুমি সর্বশক্তিমান তোমার বাক্য শ্রবণে জোড়ায় আমার এই প্রাণ ছোট্ট এই জীবনে যীশু তুমি প্রধান তোমার ছোঁয়াতে প্রভু বোবা বলতে পায় তোমার ছোঁয়াতে প্রভু অন্ধ দেখতে পায় তোমার কথাতে প্রভু এই জীর্ণ শিকল ভেঙ্গে যে তোমার কথাতে প্রভু ভাঙ্গা মনও জুড়ে যায় যে তুমি সত্য ও জীবন স্বর্গের পথ প্রভু

প্রাণের যীশু যীশু বলে ডাক || Praner Jeshu, Jeshu Bole Dako

Image
  প্রাণের যীশু, যীশু যীশু, বলে ডাক, (তুমি) ডাক একবার প্রাণ খুলে। ১। আহা এই দণ্ডে যীশু তোমায় সাজাইবেন প্রেম ফুলে। ২। আহা যীশু চুম্বন করে তোমায় লবেন নিজ কোলে তুলে। ৩। আহা তুমি হৃদে দেখবে সদা শান্তি নদী উথলে। ৪। আহা যীশুর চুম্বন পেয়ে আমি সব পাপ গিয়েছি ভুলে।

দেখ ক্রুশীয় মহিমা II Dekho Krushio Mohima

Image
  দেখ ক্রুশীয় মহিমা দেখালেন প্রানের যীশু প্রকাশিলেন আজি স্বর্গীয় মহিমা । দেখ ক্রুশীয় যাতনা দেখালেন প্রানের যীশু প্রকাশিলেন আজি পাপের বেদনা । যীশু আর কেঁদো না, আমার এ হৃদয় দেখ না ।

ভুবন ভরা বীণা বাজায় II Bhubon bhora bina bajay

Image
  ভুবন ভরা বীণা বাজায় পুণ্য তোমার নাম । সুন্দর হে – তোমায় নমি, পুণ্য তোমার নাম । চন্দ্র গ্রহ তারায় তারায় অসীম সুখে সে সুর লুটায়, কুঞ্জে পাতায় দোল দিয়ে যায় পুণ্য তোমার নাম । দুঃখ – সুখ ঝঙ্কারে যে তোমার তালে তালে জীবন মরন বন্দী হেথায় কালের অন্তরালে । দাও পরিচয় সব অজানায় আঘাত হান পাষাণ হিয়ায়, সবার মাঝে ধন্য হউক, পুণ্য তোমার নাম ।

নতুন দিনের নতুন আশায় II Notun Diner Notun Ashay

Image
  নতুন দিনের নতুন আশায় মিলব মোরা ভালোবাসায় প্রভু যীশুর ঐক্যতানে নতুন শতাব্দীর আহবানে । মিলব আর মিলাব মিলন সমাজ গড়ার আশায় ভোরে দেবো পৃথিবীটা কে শান্তি, প্রেমে, ভালোবাসায় । সত্য হে সুন্দর নয়নাভিরাম মনোহর বিরাজিছ তুমি সকল কাজে সবার মাঝে । দুঃসহ ব্যাথা বেদনায় ক্লান্তি আর বিফলতায় পাশাপাশি তুমি থেক চলার পথে পথের বাঁকে ।

এসো এসো প্রাণের যীশু II Eso Eso Praner Jishu

Image
  এস এস প্রানের যীশু আজ তোমারে পূজিব, মোহন মূরতি হেরে, প্রেম-রসে মাতিব । ভকতি-পুর্ণ অন্তরে, পূজিব নাথ তোমারে, রাখিব হ্রিদ-মাঝারে, প্রাণের আশা মিতাব । রাখি হ্রিদি-সিংহাসনে, সেবিব তোমায় যতনে, প্রীতি-পুষ্প ও চরণে, দিয়া সদা সাজাব । তব সহবাসে রব, তোমা বিনা না জানিব, গুণ গান গেয়া তব, এ জীবন যাপিব ।

তোমায় ভালবেসেছি প্রভু II Tomay Valo Besechi Prabhu

Image
  তোমায় ভালবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর, ফিরবো না কোন দিন । আসে সম্মুখ পানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে, পার হতে পারি, আমি তোমারই নাম ধরে বেয়ে যাব জীবন তরণী চিরদিন । রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই নাকো, কভু সকাল সাঁঝে জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগর একদিন । যদি মরণ আমার কভু সামনে আসে আমি জানবো, তুমি তো প্রভু রয়েছ পাশে এমনি করে যেন, পার হয়ে যায়, জীবনের বাকী কটা দিন ।

প্রভু তোমার মহিমা আমি গাব চিরকাল II Prabhu Tomar Mohima Ami Gabo Chirokal

Image
  প্রভু তোমার মহিমা আমি গাব চিরকাল আজ এই সকালে দিতে চাই আমার এই দেহ মনপ্রান আজ এই সন্ধাতে দিতে চাই আমার এই দেহ মনপ্রান । হাল্লেলুইয়া আমি গাই তোমার গান গৌরব হোক যীশু নাম

তোমার কাছে প্রভু অনেক পেলাম IITomar Kase Prabhu Anek Pelam

Image
  তোমার কাছে প্রভু অনেক পেলাম কিবা বল দিই প্রতিদান? হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম নাও তুমি আমার এই দান । ইচ্ছা আমার তুমি পূর্ণ কর, তোমার প্রেমে এই হৃদয় ভর । স্বপ্নে তোমার আমি পেয়েছি আদেশ ধ্যেনে মগ্ন থেকে রয়েছি যে বেশ ।। ভাবি আমি চিরকাল এমনি করে গাই শুধু তোমারি গান । সুন্দর জীবনের তুমি রূপকার মধুর ছন্দ জাগে পরশে তোমার আনন্দ ধারা ঢেলে চিত্ত রাঙাও অনন্ত প্রেম দিয়ে কাছে টেনে নাও বিধাতা হয়েও তুমি বন্ধু সবার তোমাতে ভোরে আছে প্রান ।

গেৎশিমাণী বনে নিকুঞ্জ কাননে II Gethshimani Bone Nikunjo Kanone

Image
  ১ গেৎশিমাণী বনে, নিকুঞ্জ কাননে, প্রভু কি কারনে বসেছ একাকী কিসের লাগিয়ে, নগর ত্যাজিয়ে, এখানে আসিয়ে মুদিয়াছ আঁখি ? ২ তিক্ত পানপাত্র, দেখি তব গাত্র, শিহরয়ে সত্য, ওহে ত্রণপতি তাহারি কারণ, হয়ে ক্ষুণ্ণ মন, আসিয়া বিজন, ভাবিতেছ নাকি ? ৩ মম পাপ তরে, নিজ কলেবরে, এত কষ্ট ধরে করিছ ক্রন্দন, আহা নাথ মম, মম পাপ ক্ষম, আমি তোমা সম, কেহ নাহি দেখি । ৪ ওহে পাপহারি, তব দুঃখ স্মরি, চক্ষে বহে বারি, সম্বরিতে নারি । অভাজন আমি, দয়া কর স্বামী, মম ত্রাতা তুমি, তব পদে থাকি ।

এখানেই থেমনা বন্ধু I Akhanai Themona Bondhu

Image
  এখানেই থেমনা বন্ধু,এখানেই থেমনা সামনে যে যেতে হবে অনেক দূরে, সেকি তুমি জাননা ? চলার পথে জানি আসবে বাঁধা, বিঘ্ন না থাকে যদি পথে চলার গতি পাবে কিভাবে ? লক্ষের অভিমুখে দৌড়াতে হবে, সামনে যে তুমি পাবে বিজয় মুকুট । দিনের শেষে রাত্রি আসে, আঁধার কেটে হয় সকাল এ কথা সবাই তো জানে। দুখের পরে আসে সুখের সময়, এ ভাবে জীবনধারা চলে ।

লাল টকটকে রক্ত II Lal Toktoke Roktto

Image
  লাল টকটকে রক্ত ফোঁটায় ফোঁটায় ঝরে সেতো আমারই তরে সেতো তোমারই তরে । এমন ভালোবাসা দেখেছকি কখনো? এমন প্রেম প্রীতি বুঝেছকি কখনো? সেতো তোমায় আমায় ভালোবেসে রক্ত বইয়ে দিল । এমন অসীম করুণা পাবে কোথায় ? সে যে পরের জন্য নিজের জীবন বিলায় । এমন আশার বাণী শুনেছকি কখনো? এমন মুক্তির আলো পেয়েছকি কখনো? সে যে ক্রুশের উপর জীবন দিয়ে পাপীর মুক্তি দিল ।

আজ মহা পরিত্রাণ ভাই I Aj Moha Poritran Bhai

Image
  আজ মহা পরিত্রাণ ভাই, আজ মহা পরিত্রাণ যীশু উঠেছেন দেখ পাপীরে করিতে ত্রাণ । ১ চেয়ে দেখ কবর পানে যীশুর দেহ নাই সেখানে, (শুধু) বস্রগুলি পড়ে আছে দূতে করে সাক্ষ্যদান । ২ বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে, মৃত্যুঞ্জজয়ী যীশু সেই সত্যের চির প্রমাণ । ৩ যীশু আগে স্বর্গে গিয়ে, স্বর্গ দুয়ার দিলেন খুলে, (আমরা) যাব যাব স্বর্গে যাব জীশু-রক্তে পেয়ে ত্রাণ । ৪ নেচে নেচে তালে তালে, সবে মিলে বাহু তুলে, (এখন) জয় যীশু জয় যীশু বলে কর তাঁহার গুণকীর্তন ।

এখানেই থেমনা বন্ধু I Akhanai Themona Bondhu

Image
  এখানেই থেমনা বন্ধু,এখানেই থেমনা সামনে যে যেতে হবে অনেক দূরে, সেকি তুমি জাননা ? চলার পথে জানি আসবে বাঁধা, বিঘ্ন না থাকে যদি পথে চলার গতি পাবে কিভাবে ? লক্ষের অভিমুখে দৌড়াতে হবে, সামনে যে তুমি পাবে বিজয় মুকুট । দিনের শেষে রাত্রি আসে, আঁধার কেটে হয় সকাল এ কথা সবাই তো জানে। দুখের পরে আসে সুখের সময়, এ ভাবে জীবনধারা চলে ।

মনোরে দেখনারে চাহিয়া I Monore Dekhnare Chahiya

Image
  মনোরে দেখনারে চাহিয়া মানুষের পাপের লাগি কে যায় প্রান দিয়ারে । নিজে হইয়া নিরদোষী কোন পাপ না কইরা ক্রুশোপরে জীবন দেয়রে দেখনারে চাহিয়া এত দুঃখ দিয়া তবু পরান গলেনারে । হাতে পায়ে পেরেক মাথায় কাঁটার মুকুট দিয়া কি যাতনা দিলাম তাঁরে দেখনারে চাহিয়া এত দুঃখ দিয়া তবু পরান গলেনারে ।

এই বাংলায় ফলাবো ফসল I Ai Banglay Falabo Fasol

Image
  এই বাংলায় ফলাবো ফসল তুমি আর আমি মানুষের মনে প্রশান্ত বানী শোনাব শুধু তুমি আর আমি । অন্যায় হিংসা হানাহানি শোনাব সেখানে প্রেমের বানী দুঃখ কষ্টে জর্জরিত ছোঁয়াব যত ব্যাথাহত । ন্যায্যতা নম্রতা ক্ষমা দানে আনবো শক্তি আজ সকল প্রানে, করবো সকলে জাগরিত হাতে হাত মেলাবো ঐক্যতানে । আশাহীন মানুষের নব চেতনায় প্রেরণা যোগাবো প্রানে যত অসহায় দূর করে দেবো সব দুঃখ যত, নেবো তাঁরে নিজ করে ভালোবাসায় ।

ওগো মহাপ্রান তোমায় প্রনাম করি I Ogo Moha Prean Tomay Pronam Kori

Image
  ওগো মহাপ্রান তোমারে প্রনাম করি পুণ্য ত্যাগের পুস্পাঞ্জনী ছড়ালে বিশ্ব ভরি । তব আলোকিত প্রান নির্ভয়ও করে দান, মরণ সাগরে তুমি যে অভয় তরি । যে জীবন আজি সাজালে ঊর্ধ্ব পানে সেই জীবনের সন্ধান দাও তব ঊজ্জল ধ্যানে । ঊন্নত মহিমাতে তুমি নিত্য রয়েছ সাথে, তমসার পাড়ে রয়েছ দাঁড়ায়ে মঙ্গল দ্বীপ ধরি ।

পাপের আঁধার কেটে গেল I Paper Adhar Kete Gelo

Image
  পাপের আঁধার কেটে গেল, সোনালী আলোয় ভোর হল । মৃত্যুর হল পরাজয়, করবনা করবনা করবনা ভয় । মানুষের পাপভারে ব্যাথিত ধরা, কালভেরী শোণিতে রক্তধারা, যীশু তাঁর ক্ষমা দিয়ে করলেন জয়, করবনা করবনা করবনা ভয় । মৃত্যুকে জয় করে বিজয়ের পতাকা ধরে, হইলেন মৃত্যুনজয়, করবনা করবনা করবনা ভয় । এসো তাঁর পথে চলি, মনে মনে এই বলি, যীশু তুমি আছ এই হৃদয়, করবনা করবনা করবনা ভয় ।

ক্রশ পরে প্রভু যীশু II Krusho Pore Provu Jishu

Image
  ক্রুশ পরে প্রভু যীশু সঁপে দিলেন প্রান তাঁর দয়া তাঁর করুণার নাইরে সীমা নাই । এই কি তোমার ছিল প্রাপ্য?ঠাট্টা বিদ্রুপ মিথ্যা সাক্ষ্য মোদের পাপ স্কন্ধে লয়ে জীবন করলেন দান । ক্রুশ পরে প্রভু যীশু সঁপে দিলেন প্রান......... হে করুনাময় প্রভু ভুলে আমায় যেওনা কভু তোমার কোলে অধমেরে দিও মোরে ঠাই । ক্রুশ পরে প্রভু যীশু সঁপে দিলেন প্রান..........

আর একদিন আর এক সময় II Ar Akdin Ar Ak Somoy

Image
  আর একদিন আর এক সময় এভাবেই বয়ে চলি এই তো বেশ চলছে জীবন তবু অপেক্ষায় থাকি স্বপ্নীল আর একদিনে কবে হবে তাঁর সাথে দেখা কেন সময়ের এত অবহেলা চল পালটে দেই এই পৃথিবীকে প্রভুর প্রেমে ভোরে তুলি একই প্রানে কষ্ট গুলি নেই নিজের করে । চল পালটে দেই গোড়ে তুলি পৃথিবীকে সময় পেরিয়ে যাবার আগে যেন পৃথিবী এক হয়ে বাঁচে। অনেক কিছুই আছে করবার এ জীবনে, আছে সময় টাকা আয়ের সংসারের খরচে । তবু রবে কি সময় স্রষ্টার জন্য সময় হবে কি তোমার তাঁর প্রসংশা আর আরাধনা

তোমার আমার সবার তরে II Tomar Amar Sobar Tore

Image
  তোমার আমার সবার তরে ঐ যে ক্রশের পরে প্রান দিয়ে যায় । এখন ও কি রইবে দূরে পাপেরই কারাগারে সময় বয়ে যায় । মানুষেরে এত ভালবাসল যে জন (বন্ধুরে), তাঁরে কেন দিলা তুমি ক্রূশে নির্যাতন ? এখন তাঁর পায়ে পড় বল প্রভু ক্ষমা কর । তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার ? দিনে দিনে সময় যে দিন ফুরাবে তোমার (বন্ধুরে), সে দিন তো যেতে হবে ছেড়ে এ সংসার । পরান পাখি উড়ে যাবে পোড়া দেহ পরে রবে । যীশু ছাড়া সঙ্গী তোমার হবে না কেহ ।

মৃত্যু পরাভুত আজ I Mrittu Poravuto Aj

Image
  মৃত্যু পরাভুত আজ , উচ্চরবে হাল্লেলুইয়া বল । প্রকম্পিত ধরা আজ, প্রভু জীশুর নামে জয় বল । যীশু মৃত্যুকে জয় করেছেন, শয়তান পরাজিত হয়েছে আজ আকাশে নতুন সূর্য উঠেছে আজ , দুখের দিন কেটে গেছে যে সবার । হাল্লেলুইয়া হাল্লেলুইয়া । আঁধারময় ধরা ছিল, যীশুর আলোয় ভোরে গেল । সে আলো যেন না নিভে, প্রতিটি হৃদয় আলোয় ভোরে যাক । আকাশে নতুন সূর্য উঠেছে আজ , দুখের দিন কেটে গেছে যে সবার । হাল্লেলুইয়া হাল্লেলুইয়া ।

জীবনে আমার মুক্তি এনেছ II Jibone Amar Mukti Anecho

Image
  জীবনে আমার মুক্তি এনেছ দিয়েছ পরিত্রাণ তব জয় গান গাহে প্রভু তাঁর বন্ধন হারা প্রান । শত প্রদীপের দীপ্ত আলোক সাজে , এসেছ আমার আঁধার ভুবন মাঝে । পরানে দিয়েছ পরম শান্তি অভয় করেছ দান । দিয়েছ পরিত্রাণ…………………………………………. ।। এ জীবনে মোর ছিল কলঙ্ক যত , তুলে নিয়ে নিজ শির পরে প্রভু ক্রশেতে হয়েছে হত । স্বর্গ সুধায় ভোরেছ হৃদয় খানি , লয়ে অভাগারে বক্ষ মাঝারে টানি । এ মন বীনায় তাইতো শতত ঝংকারে তব গান । দিয়েছ পরিত্রাণ……………………………………………।।

প্রভু পেয়েছি তোমার ভালবাসা II Probhu Peyechi Tomar Valobasa

Image
  প্রভু পেয়েছি তোমার ভালোবাসা, প্রভু পেয়েছি তোমার অশেষ কৃপা । তুমি দিয়েছ সব উজার করে, বিশ্ব বাসীর তরে । তোমারি তরে প্রভু তৃষিত আমার প্রান , তোমারি তরে প্রভু আমার এ যে গান । এসো প্রভু তুমি এসো, আমার এই অন্তরে । বারে বারে তোমা থেকে সরে গেছি দূরে , তবু তুমি প্রভু মোর রয়েছ কাছে । তোমারি তরে প্রভু আমার দু নয়ন, চায় শুধু বারে বার তব দরশন । দেখা দাও দেখা দাও তোমার এই পাতকি জনে

ওগো প্রভু তুমি মোর জগদীশ্বর II Ogo Provu Tumi Mor Jogodiswo

Image
ওগো প্রভু তুমি মোর জগদীস্বর ওগো প্রভু তুমি মোর প্রানের ঈশ্বর । ওগো প্রভু তুমি মোর………………………..।। তুমি আছ মোর পাশে দিবারাত্র দেখাও তুমি আমাকে আধারে আলো । ওগো প্রভু তুমি মোর………………………..।। তুমি ত্রাতা তুমি দাতা তুমি সৃষ্টিকর্তা পাপীরা পায় তোমার কাছে আশ্রয়ের আস্থা । সর্বশক্তিমার তুমি সর্বগুনাধার তুমি প্রভু আমারি করুনার আধার ।  ওগো প্রভু তুমি মোর………………………..।।  

আহা কি মধুর তব প্রেম পরশ II Aha Ki Modhuro Tobo Premo Porosho

Image
  আহা কি মধুর তব প্রেম পরশ যীশু মম, প্রিয়তম, পরমেশ, হৃদয়েশ। ১। তোমারে কহিব মনের কথা, তোমারে জানাব প্রাণের ব্যথা যীশু মম, প্রিয়তম, পরমেশ, হৃদয়েশ। ২। কে আর নাশিবে শোক তাপ মম, সান্ত্বনা করিবে তোমারি সম, যীশু মম প্রিয়তম, পরমেশ, হৃদয়েশ। ৩। বিপদে আপদে তোমারেই ডাকি সতত চরণে তাই পড়ে থাকি যীশু মম, প্রিয়তম, পরমেশ হৃদয়েশ। ৪। পার্থিব বান্ধব সবে যায় চলে, তুমি নাহি যাও কভু একাকী ফেলে; যীশু মম, প্রিয়তম, পরমেষ হৃদয়েশ।

মাঝ দৈরাতে নাও ভাসাইলি I Maj Doirate Nao Vasaili

Image
  ও মাঝি রে মাঝ দৈরাতে নাও ভাসাইলি কুলের আশা কইরা সারা জীবন দুঃখ বইয়া ন্যায়ের বাদাম ধইরা । ঝড় বাদলে হালের বৈঠা লইয়াছ হাতে নিঠুর বিধি কুলে বইসা অকুল রঙে প্রেমের বৈঠা ধর মাঝি প্রেমেতে পইরা । অন্ধকারে আলোর দিশা অনলে জ্বলে বিধির বিধান আর কতকাল রইব ছলে আগমনের কুলের সুবাস দাওনা ভইরা ।

মনের আনন্দে আজ ডাকি তোমারে II Moner Anonde Aj Daki Tomare

Image
  মনের আনন্দে আজ ডাকি তোমারে। ওহে যীশু দয়াময়, যারা তোমার দয়া পায়, তারা ধন্য হয় এই সংসারে। ১। আমার নয়নের জল, তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়াল। এখন যে দিকেতে চাই, সুখের কুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। ২। আমার জীর্ণ তরী-মাঝে কখন এসে দাঁড়ালে হে তুমি ভবের কাণ্ডারী। এখন নাই আর কোনও ভয়, ঐ যে সামনে দেখা যায়, তোমার সোনার পুরী অদূরে। ৩। শুনি চারিদিকে, তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি (কেবল) থেকে থেকে। আমি ভরিয়া পরাণ, গা’ব যীশু নামে গান বড় আশা আছে অন্তরে। ৪। করি এই প্রার্থনা, তুমি থেকো সদা হৃদয় মাঝে দয়াল, দূরে যেও না। আমার নাই সাধন ভজন, দিও নিজ গুণে চরণ, চরণ ছাড়া করোনা মোরে।

তোমার সাথে কথা বন্ধু II Tomar Sathe Kotha Bondhu

Image
  তোমার সাথে কথা বন্ধু দেব মন প্রান মন মাঝের পাপ তাড়িয়ে পাব পরিত্রাণ । ( বন্ধু ) দেব মন প্রান ( প্রভু ) দেব মন প্রান ।। ভবের মায়া শুধু কায়া জীবন মনহর ছাড়তে না চাই চাল চালাকি , ধরতে না চাই মায়ামতি । তোমায় পেতে বন্ধু প্রভু লড়ব জীবন ভর । ( বন্ধু ) দেব মন প্রান ( প্রভু ) দেব মন প্রান ।। যখন নিশি চন্দ্র শশী অন্ধ কালো হবে রাখবো তোমার চোখের জলে, সহায় বন্ধু সকল ফেলে । তোমার সাথে আমার প্রভু বোঝা-শোনা হবে । ( বন্ধু ) দেব মন প্রান ( প্রভু ) দেব মন প্রান ।।

বন্দনা করি ওগো মা তোমার II Bondona Kori Ogo Ma Tomar

Image
  বন্দনা করি ওগো মা তোমার মিনতি রাখি চরণে । তুমি মোদের কৃপা করে মা গো রাখিও তোমার স্বরনে । মিনতি রাখি চরণে । দয়া কর মাগো দয়া কর একবার পাপীতাপী জনে করগো তুমি পার । বিপদ হতে দূরে রেখ মাগো তোমার স্নেহে স্বরনে । মিনতি রাখি চরণে । কলহ ছায়ায় ঘিরিল ধরনী শান্তির রানী তুমি যে জননী । ঘরে ঘরে তুমি শান্তি দেও গো তব আশীষ অকিঞ্চনে । মিনতি রাখি চরণে ।

আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে II Amra Ek Provur Premer Bondhone

Image
  আমরা এক প্রভুর প্রেমের বন্ধনে এস প্রভুর আত্মাতে আত্মায় মিলি একসাথে । এস সবে মিলে করি প্রভুর গান এস বলি যে প্রেম দিয়েছেন তিনি এস সবে মিলাই হাত যাতে জগত জানতে পায় আমরা এক প্রভুর …………।।
Image
  আমায় তুমি ডাক দিয়েছ প্রভু তোমার কাজে অন্তরে মোর তাই এতো গান তাই এতো সুর বাজে । তোমার লাগিয়া ছিল এতো কাজ ছিল নাতো শুধু মম অবকাশ স্বরী সেই কথা ওগো মাহারাজ চিত্ত ভরিছে লাজে । অন্তরে মোর তাই এতো গান তাই এতো সুর বাজে ।। লজ্জা আমার ঢেকে দাও আজি মহা করুনায় তব, জীবনের পথে দাও মোর সাথে আশ্বাস বানী লব । সত ভুল করে চাহিনাকো আর বাড়াতে বৃথাই বোঝা আপনার অকৃতী অধমে লও গো এবার তোমার কাজের মাঝে । অন্তরে মোর তাই এতো গান তাই এতো সুর বাজে ।।

গাওরে প্রভাতে যীশু সঙ্কীর্তন IIGao re Provate Jishu Songkirton

Image
  গাওরে প্রভাতে যীশু-সঙ্কীর্তন, রসনাতে যীশু নাম কর উচ্চারণ (হৃদয় খুলে ডাক রে রসনাতে, দয়াল নাম নাম রে) ১। জ্বলন্ত অনল প্রায়, রাঙ্গা রবি ঐ উদয়, অন্ধকার ভয়েতে পলায় হে; উঠ ভ্রাতা-ভগ্নী সব, দেখ স্বর্গীয় গৌরব, হৃদয় আকাশে উদয়, স্বর্গীয় তপন। (দিব্য চক্ষে দেখ রে, হৃদয়েতে-যীশুর রূপ রূপ রে) ২। জয় যীশু জয় জয়, সৃজন পালন লয়, সর্বমূলাধার যীশু নাথ হে; ভ্রাতা-ভগ্নী, সবে মিলে, উল্লাসে হৃদয় খুলে; যীশু যীশু বলে, সবে কর আবাহন। (মনের ক্ষুধা যাবে রে- যীশু বলে, প্রাণ শীতল হবে রে)