মাঝ দৈরাতে নাও ভাসাইলি I Maj Doirate Nao Vasaili

 ও মাঝি রে

মাঝ দৈরাতে নাও ভাসাইলি কুলের আশা কইরা
সারা জীবন দুঃখ বইয়া ন্যায়ের বাদাম ধইরা ।
ঝড় বাদলে হালের বৈঠা লইয়াছ হাতে
নিঠুর বিধি কুলে বইসা অকুল রঙে
প্রেমের বৈঠা ধর মাঝি প্রেমেতে পইরা ।
অন্ধকারে আলোর দিশা অনলে জ্বলে
বিধির বিধান আর কতকাল রইব ছলে
আগমনের কুলের সুবাস দাওনা ভইরা ।


Comments

Post a Comment

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

"SWIKAR KORI" || স্বীকার করি

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen

এই পৃথিবীর লােক চিন্তা কররে । Ei Prithibir Lok Chinta Koro Re Jishu Jokhon Asbe Tomra Ki Korbe Re