গেৎশিমাণী বনে নিকুঞ্জ কাননে II Gethshimani Bone Nikunjo Kanone

 ১ গেৎশিমাণী বনে, নিকুঞ্জ কাননে, প্রভু কি কারনে

বসেছ একাকী
কিসের লাগিয়ে, নগর ত্যাজিয়ে, এখানে আসিয়ে
মুদিয়াছ আঁখি ?
২ তিক্ত পানপাত্র, দেখি তব গাত্র, শিহরয়ে সত্য,
ওহে ত্রণপতি
তাহারি কারণ, হয়ে ক্ষুণ্ণ মন, আসিয়া বিজন,
ভাবিতেছ নাকি ?
৩ মম পাপ তরে, নিজ কলেবরে, এত কষ্ট ধরে
করিছ ক্রন্দন,
আহা নাথ মম, মম পাপ ক্ষম, আমি তোমা সম,
কেহ নাহি দেখি ।
৪ ওহে পাপহারি, তব দুঃখ স্মরি, চক্ষে বহে বারি,
সম্বরিতে নারি ।
অভাজন আমি, দয়া কর স্বামী, মম ত্রাতা তুমি,
তব পদে থাকি ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

"SWIKAR KORI" || স্বীকার করি

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen

এই পৃথিবীর লােক চিন্তা কররে । Ei Prithibir Lok Chinta Koro Re Jishu Jokhon Asbe Tomra Ki Korbe Re