পাপের আঁধার কেটে গেল I Paper Adhar Kete Gelo

 পাপের আঁধার কেটে গেল,

সোনালী আলোয় ভোর হল ।

মৃত্যুর হল পরাজয়,
করবনা করবনা করবনা ভয় ।
মানুষের পাপভারে ব্যাথিত ধরা,
কালভেরী শোণিতে রক্তধারা,
যীশু তাঁর ক্ষমা দিয়ে করলেন জয়,
করবনা করবনা করবনা ভয় ।

মৃত্যুকে জয় করে বিজয়ের পতাকা ধরে,
হইলেন মৃত্যুনজয়, করবনা করবনা করবনা ভয় ।
এসো তাঁর পথে চলি, মনে মনে এই বলি,
যীশু তুমি আছ এই হৃদয়, করবনা করবনা করবনা ভয় ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

"SWIKAR KORI" || স্বীকার করি

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen

এই পৃথিবীর লােক চিন্তা কররে । Ei Prithibir Lok Chinta Koro Re Jishu Jokhon Asbe Tomra Ki Korbe Re