তুমি আঘাত করেছ যারে । Tumi Aghat Korecho Jare
তুমি আঘাত করেছ যারে— সে যে তােমারই মুক্তিদাতা
তুমি অপমান কর যাঁরে— সে যে তােমারই পরিত্রাতা ।
ওই সুন্দর নু রুধির ধারায় ভাসে
যেন শুভ্র কমল পংক সলিলে হাসে ,
কালভেরী শিরে শােনননি কি তুমি মহাজীবনের গাথা ?
মৃত্যু তােরণ পার হতে যদি চাও
ক্রুশের বারতা হে পথিক শুনে যাও ।
অনুতাপ লয়ে বলাে শুধু একবার ,
‘ক্ষমা কর প্রভু দীনতা ক্ষম আমার',
জীর্ণজীবনে পুষ্পিত হবে প্রেম বসন্ত লতা ।
Comments
Post a Comment