নীল আকাশের পরে । Nil Akasher Pore
নীল আকাশের পরে
অমর বাহিনী মশীহ জনম
গাহিছে মধুর স্বরে ৷৷৷
হের সবে ঈশ মহিমায়
অম্বর আজি ভেসে যায়
ধরণীতে শান্তি মানবে প্রীতি
উছলি পড়িছে ঝরে ।
কে কোথায় আছাে ছুটিয়া এসাে
মিলনের লগন ঘনায়
প্রথম প্রণাম তব
দিওগাে দাও তাঁরি পায় ।।
আজিকার এ মহােৎসবে
আবাহনী চীতি গাহ সবে
মরমের তৃষ্ণা জেনাে মিটিবে
পূজিলে পরমেশ্বরে ।
Comments
Post a Comment