শুভ দিন , শুভ দিন । Subho Din Subho Din

১। কি শুভদিন হে ত্রাণেশ্বর 
যে দিনে মন হইল স্থির , 
বাসনা সব তােমার উপর 
করিনু স্থাপন হইয়া ধীর । 

২। সে উল্লাসে মাের মন ও প্রাণ 
তদ্দিনের কীৰ্ত্তি গায় বিস্তর 
তােমাকে সকল করি দান , 
আহ্লাদে নাচে মাের অন্তর ।

ধূয়া — শুভ দিন , শুভ দিন , 
ধুলেন যীশু মাের পাপ যেদিন , 
আর শিক্ষা দিলেন জাগিতে , 
প্রার্থনায় , রত থাকিতে । 
শুভ দিন , শুভ দিন , 
ধুলেন যীশু মাের পাপ যেদিন । 

৩। কি সুখের যােগ মাের মানত সব , 
যদ্বারা মুদ্রাঙ্কিত হয় , 
তায় ব্যাপ্ত হােক এ হৃদে স্তব , 
ও সকীৰ্ত্তন আনন্দময় । 

৪। এ হইল স্থির যে আমি তার 
তিনি আমার আছে নিশ্চয় 
যাবজ্জীবন রে মন আমার 
বিশ্রান্ত রহ সব সময় । 



Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

এই পৃথিবীর লােক চিন্তা কররে । Ei Prithibir Lok Chinta Koro Re Jishu Jokhon Asbe Tomra Ki Korbe Re

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen